পৃথিবীর সবচেয়ে মধুর সুর... আজান | আযান
|■| পৃথিবীর সবচেয়ে মধুর সুর... আযান | আজান |
আরবি এবং সহজ বাংলা অর্থসহ আযান এখানে দেওয়া হলো:
اللهُ أَكْبَرُ – اللهُ أَكْبَرُ
اللهُ أَكْبَرُ – اللهُ أَكْبَرُ
আল্লাহ সর্ব শ্রেষ্ঠ, আল্লাহ সর্ব শ্রেষ্ঠ
আল্লাহ সর্ব শ্রেষ্ঠ, আল্লাহ সর্ব শ্রেষ্ঠ
أَشْهَدُ أَن لاَّ إلَهَ إِلاَّ اللهُ
أَشْهَدُ أَن لاَّ إلَهَ إِلاَّ اللهُ
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই
أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ
أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ
আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল
আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল
حَيَّ عَلَى الصَّلاَةِ
حَيَّ عَلَى الصَّلاَةِ
নামাজের জন্য এসো
নামাজের জন্য এসো
حَيَّ عَلَى الْفَلاَحِ
حَيَّ عَلَى الْفَلاَحِ
কল্যাণের জন্য এসো
কল্যাণের জন্য এসো
اللهُ أَكْبَرُ – اللهُ أَكْبَرُ
আল্লাহ সর্ব শ্রেষ্ঠ, আল্লাহ সর্ব শ্রেষ্ঠ
لّٰا إلَهَ إِلاَّ اللهُ
আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই
|■| শুনুন ┇নরম মরমী সুরে আযান.. শায়েখ মানসুর আল সালেমির কন্ঠে।
Post a Comment